1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কিছু দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে শপথ করেছে: ফখরুল ইসলাম জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি: জাভেদ রাসিন রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় যা জানালেন প্রেস সচিব কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শাহ আলম নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত এবার ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের স্পষ্ট অবস্থান প্রকাশ করেলেন দেশে নৈরাজ্যের আশঙ্কা, ‘বিশেষ সতর্কতা’ জারি নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা সহ নিহত ৪ জুলাই সনদের খসড়া প্রকাশ প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট করে ৭৫ ভরি স্বর্ণ ২২ লক্ষ টাকা

আমি চারবার নির্বাচন করেছি, দুইবার পাসও করেছিলাম: হিরো আলম

মামুন আজিজ জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, “আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে দুইবার পাসও করেছিলাম। তবে, বর্তমানে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করব না। কারণ যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন সেদেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখনো আপনাকে ছাড় দেওয়া হয় না।”

শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।


হিরো আলম বলেন, “আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছনা, মানুষের মার এবং মানুষের ধিক্কার। এ ছাড়া আমি হিরো আলম কী পেয়েছি? কার জন্য করব? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন সেখানেও আমরা নিরাপত্তা পাই না। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাব, কিন্তু এদেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এককথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্য কিছু করতে পারব না।”

তিনি বলে, “আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করব না। খুব শীঘ্রই ১০ জন মডেল নিয়ে আসব মিডিয়াতে। ইতিমধ্যে পাঁচজনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট