1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন নয়, বাতিল চেয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।অধ্যাদেশ বাতিল না করার আগ পর্যন্ত আলোচনায় বসতে রাজি নন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৮ মে) আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের কর্মকর্তারা এই ঘোষণা দেন।

আজ দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আন্দোলনকারী এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকী বলেন, ‘আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে অর্থ উপদেষ্টা আমাদের সঙ্গে বসতে চাইছেন। আমরা অফিসিয়ালি কোনো তথ্য এখনো পাইনি। এনবিআর চেয়ারম্যান একাধিকবার অর্থ উপদেষ্টার সঙ্গে বসেছেন। কিন্তু আমরা তাতে সন্তুষ্ট নই। তবে প্রধান উপদেষ্টা যদি আমাদের সঙ্গে বসতে চান, তাহলে ঐক্য পরিষদ থেকে একটি প্রতিনিধি দল যাবেন’।

তিনি বলেন, দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার যুগোপযোগী ও টেকসই সংস্কারের কেবল এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের দাবি নয়; বরং করদাতা সমাজ, ব্যবসায়ী সমাজ, সিভিল সোসাইটিসহ সব অংশীজনের দাবি। গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ না করে, সরকারের গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা-পর্যালোচনার সুযোগ না দিয়ে, সবাইকে অন্ধকারে রেখে নজিরবিহীন দ্রুততা ও গোপনীয়তার সঙ্গে অধ্যাদেশ জারি করা হয়েছে। অংশীজনদের মতামত গ্রহণ না করে এক তরফাভাবে গৃহীত এই সংস্কারের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে এরইমধ্যে রাজনৈতিক নেতারা ব্যবসায়ী মহল, পলিসি থিংক-ট্যাংকসহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেন, রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে অর্ধশত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। যেখানে দেশের রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন। সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে দুটি বিভাগ সৃষ্টি করা হচ্ছে; যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থি।

সংগঠনের পক্ষ থেকে উপ-কমিশনার সানজিদা খানম বলেন, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের বিষয়ে উচ্চ আদালতে এক আইনজীবী শনিবার রিট করেছেন। এই রিটের সঙ্গে ঐক্য পরিষদের কোনো সম্পর্ক নেই। তবে, এই রিটের অগ্রগতি বিষয়ে ঐক্য পরিষদ নজর রাখছে।

প্রসঙ্গত, ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ৬ ঘণ্টা এনবিআর ও এনবিআরের অধীন কাস্টম হাউস, শুল্ক স্টেশন, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলগুলো কলম বিরতি চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট