1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

পুলিশের প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার

মফিজুর রহমান মন্টু জেলা প্রতিনিধি রাজশাহী
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাজশাহীতে পুলিশ সদস্যের প্রাইভেট কার থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

অভিযুক্ত জীবন ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত জীবনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গেল ১৩ মে সিটিহাট এলাকা দিয়ে মতিহার থানার এক কর্মকর্তা প্রাইভেট কারে যাচ্ছিলেন। গাড়িতে তাঁর মামা, ভাগনে এবং মামাতো বোনও ছিলেন। পথে একদল যুবক সিগন্যাল দিয়ে তাদের গাড়ি থামায়। গাড়িতে থাকা নারী যাত্রীদের প্রথমে অশালীন মন্তব্য শুরু করে এবং হেনস্তার চেষ্টা চালায়।

পুলিশ পরিচয় দেয়ার পর ওই যুবকরা আরও মারমুখী হয়ে উঠেন। এরপরে গাড়িতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা দাবি করে। শেষ পর্যন্ত মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তারা।

এই ঘটনায় ভুক্তভোগী মামলা করলে প্রথমে সজীব নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে জীবন ইসলাম এবং রাকিব নামে আরও দুইজনকে সনাক্ত করা হয়। পরে র‍্যাব অভিযান চালিয়ে জীবনকে আটক করে।

এ ব্যাপারে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন বলেন, অভিযুক্তদের নামে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারি রয়েছে। পলাতক রাকিবকে ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট