1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

মেডিকেল ছাত্রীকে দুই সহপাঠী ও এক বন্ধু সহ গণধর্ষণ, গ্রেফতার ৩

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বার্তা: ভারতের মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার তৃতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে পানীয়ের মধ্যে স্পাইক মিশিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা দুই সহপাঠী এবং তাদের এক বন্ধু। শুক্রবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে পুনে পুলিশ।

শনিবার (২৪ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৩ জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আসামীদের ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৮ মে রাত ১০টার দিকে একটি থিয়েটারে সিনেমা দেখার পরিকল্পনা করার সময় ২২ বছর বয়সী ওই মেডিকেল ছাত্রীকে টার্গেট করা হয়। সিনেমা দেখতে যাওয়ার পথে, অভিযুক্তরা ওই ছাত্রীকে কিছুক্ষণ থামিয়ে একটি ফ্ল্যাটে নিয়ে যায়।

মদ্যপ অবস্থায় থাকা অভিযুক্তরা তাকে খেতে দেয় স্পাইকযুক্ত পানীয়। পান করার পর অচেতন হয়ে পড়েন তিনি। ভুক্তভোগী ছাত্রী এমনটি পুলিশকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, ২০ থেকে ২২ বছর বয়সী এই তিনজন তার ওপর নির্যাতন চালায় এবং এ বিষয়ে কথা বললে ভয়াবহ পরিণতির হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।

কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ওই ভুক্তভোগী পরে তার বাবা-মাকে ঘটনাটি জানান। এরপর তারা বিশ্বরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় গণধর্ষণসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ অভিযোগকারীর বর্ণনা অনুসারে তদন্ত করছে এবং পরিস্থিতির পূর্ণ সত্যতা খতিয়ে দেখছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট