1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

ভান্ডারিয়ায় পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩

মোঃ আকাইদুল ইসলাম সহাদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশকে মারধর করে আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেট এলাকায়। আসামী ছিনতাই এবং দুই পুলিশ সদস্য আহতের ঘটনায় এস আই মানিক লাল হালদার বাদী হয়ে ৫ জন এজাহার নামিয় এবং ২০-২৫ অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলা শুক্রবার জাতীয় পার্টি জেপি নেতা নাসির উদ্দীন ঘরামী (৪৫), উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি মো. নজরুল ইসলাম (৪২) ও শনিবার নাজমুল মীর কে গ্রেপ্তার করে।


জানাগেছে, শক্রবার ১১ টার দিকে ভিটাবাড়ীয়া ইউনিয়ানে রবিউল এর স্ত্রী মোর্শেদা বেগম এর জমি রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ভাড়াটিয়া লোক দিয়ে দখল করার সময় মোর্শেদা বেগম ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান। এসময় ভান্ডারিয়া থানা থেকে এস.আই মানিক লাল হাওলাদার এর নেতৃত্বে একটি পুলিশের টিম সে খানে উপস্থিত হন এবং ঘটনা স্থল থেকে ছাত্রদল নেতা কবির জোমাদ্দারকে আটক করে থানায় নিয়ে আসার পথে মঞ্জু মার্কেটের কাছে আসলে উপজেলা শ্রমিক দলের নেতা নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ভ্যান আটকিয়ে দিয়ে পুলিশের উপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পুলিশের এস আই মানিক লাল হাওলাদার ও কনস্টোবল মানস কুমার দাস আহত হয়। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদে আনওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার জানান, পুলিশের কাজে বাঁধা দেওয়া ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। অপর দিকে মোরর্শেদা বেগমের জমি জবর দখল করে দেওয়ার আপরাধে আরও একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত নাসির উদ্দীন ঘরামী ও মো. নজরুল ইসলাম কে আদালদের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট