1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

বিক্ষোভকারীদের দখলের নগর ভবন, থমকে আছে সবধরনের সেবা

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে চলছে টানা অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ এবং ‘ঢাকাবাসী’ ব্যানারে কর্মচারীদের একটি অংশ নগর ভবন দখল করে রেখেছেন। ফলে, ১৫ মে থেকে বন্ধ আছে সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম। নগর ভবনের মূল ফটকসহ সব বিভাগীয় ফটকে ঝুলছে তালা, থমকে আছে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম।

প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত স্লোগান, মিছিল আর বক্তৃতায় মুখর নগর ভবন চত্বর। ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’ এরকম নানা স্লোগানে মুখরিত হয়ে উঠছে নগর ভবন এলাকা।

নগর ভবনের গেটের তালা ভাঙার সাহস কারো নেই। প্রতিদিনই বহু মানুষ নাগরিক সেবা পেতে এসে ফিরে যাচ্ছেন। জন্মসনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স জমা দেওয়া কিংবা হাট ইজারা ও বিলবোর্ড-সংক্রান্ত কাজ করতে এসে ফিরতে হচ্ছে অসংখ্য নাগরিককে।

বুধবার (২৮ মে) নগর ভবনের মূল ফটকের সামনে দাঁড়ানো নুরজাহান বেগম ক্ষোভ প্রকাশ করে এ প্রতিবেদককে বলেছেন, “জন্মসনদের জন্য তিন দিন ধরে আসছি। প্রতিবারই ফিরে যেতে হচ্ছে। ঘরের ভেতরে কাজ হচ্ছে না, আর বাইরে গেটে তালা। এটা কি কোনো নগর সেবা?”

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ডিএসসিসির কর্মচারী খোরশেদ আলম বলেছেন, “দুই দফায় কোর্ট রায় দেওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আমরা তাকে মেয়র হিসেবে দেখতে চাই। সে দাবিতেই আন্দোলন করছি। দাবি না মানা পর্যন্ত নগর ভবন খোলা হবে না।”

একই দাবিতে আন্দোলনকারী আরেক কর্মচারী জাহিদুর রহমান বলেন, “ঢাকাবাসী যেমন ইশরাক ভাইকে চায়, আমরাও তাকেই মেয়র হিসেবে চাই। ১৫ মে থেকে অবস্থান করছি। আমাদের মেয়র, জনগণের মেয়র ইশরাক ভাই দায়িত্ব নিলে তবেই আমরা কাজে ফিরব।”

আন্দোলনকারীরা নগর ভবনের ভেতরের ফটকগুলোতেও তালা ঝুলিয়ে রেখেছেন। কেবল কয়েকজন নিরাপত্তাকর্মী আর আন্দোলনকারী প্রবেশ করতে পারছেন। খাদ্য ও পানি নিয়ে কেউ কেউ আন্দোলনকারীদের সহায়তা করছেন। ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ সচল থাকলেও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি অচল।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। এতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০২০ সালের ৩ মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনাল সেই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। কিন্তু, এখন পর্যন্ত তাকে শপথ নিতে দেওয়া হয়নি।

আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি মানা না হলে আন্দোলন আরো তীব্র করা হবে। নগর ভবনের বাইরে থেকেও বিভাগীয় অফিসগুলোতে তালা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আন্দোলনকারী বশির হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। কিন্তু, দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট