1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

ভান্ডারিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আকাইদুল ইসলাম সহাদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং বিষমুক্ত আধুনিক কৃষির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার দিনব্যাপী উপজেলা পরিশোধ হল রুমে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম । এছাড়াও বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক,
উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাসির উদ্দীন, বিআরডিবি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সমবায় অফিসার মোঃ মাইনুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার তামান্না খুরশিদ জাহান ও ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন ও সাংবাদিক মোঃ মহিববুল্লাহ হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।

কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহন কারীদের যাতায়াত ভাতা, ব্যাগ সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট