বাঙ্গালীর বার্তা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যুদ্ধাপরাধ করেছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার।
স্থানীয় সময় সোমবার মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট জোবাইডেন প্রশাসনের সময় ডিাপার্টমেন্ট অফ স্টেটের এই মুখপাত্র এ কথা বলেন। ওই সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ, টানাপোড়েন ও নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মিলার।
ম্যাথিউ মিলার বলেন, কিছু নির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ হয়েছে। ইসরাইলি সেনা ও সামরিক বাহিনীর সদস্যরা এই যুদ্ধাপরাধ করেছেন।
তিনি আরও বলেন, আমি সরকারি মুখপাত্র হিসেবে কখনো ব্যক্তিগত মতামত প্রকাশ করিনি। জনসাধারণের কাছে শুধু যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরতাম। সরকার কখনোই সিদ্ধান্ত নেয়নি যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, তবে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে কিছু নির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ হয়েছে।
মিলার তার বক্তব্যে আরও বলেন, যুদ্ধাপরাধ বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। এক যদি কোনও রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি অনুসরণ করে এবং দুই যদি একটি রাষ্ট্র এমনভাবে আচরণ করে যা যুদ্ধাপরাধকে সহায়তা বা প্ররোচনা দেয়।
গাজানীতি নিয়ে বাইডেন প্রশাসনের অভ্যন্তরে কিছু মতবিরোধ ছিল। মিলার জানান, ইউক্রেন ও গাজা নিয়ে প্রশাসনের মধ্যে বেশ কিছু ছোট-বড় মতবিরোধ ছিল। নীতি কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে শুরু থেকেই কিছুটা টানাপড়েন ছিল।