1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ঢাবিতে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, কিভাবে এলো এ বিস্ফোরক?

মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের সামনে থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার সকাল ৯টার দিকে ভবনের সামনে গাছের নিচে পাওয়া এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

ঢাবির সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নিরাপত্তাকর্মীরা দুটি ওয়ানটাইম বক্সে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর দিলে শাহবাগ থানা ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

তিনি বলেন, এক বক্সে চারটি এবং অন্য বক্সে দুটি ককটেল ছিল। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল নিশ্চিত করেছে, এগুলো অবিস্ফোরিত ককটেল।

এ বিষয়ে সহকারী প্রক্টর বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গেটটি সবসময় খোলা থাকে এবং সেখানে কোনো সিসিটিভি নেই। তাই কারা এগুলো রেখেছে, সেটা বলা যাচ্ছে না।”

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট