বাঙ্গালীর বার্তা: ইরানের আরাক হেভি-ওয়াটার পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের আরাক হেভি-ওয়াটার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে ইসরায়েল।
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী ওই পারমাণবিক স্থাপনাটির আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছিল।
আরাক চুল্লিটি প্লুটোনিয়াম উৎপাদনের সক্ষমতা রাখে এবং এটি তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটিকে ইরানের পারমাণবিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ হয়নি।