1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

ইরানকে সমর্থনে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলল উ. কোরিয়া

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানায়, এ হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাধিয়ে দিতে পারে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের এই সামরিক আগ্রাসন গুরুতর উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরো বলেন, ‘ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের নিহত হওয়া একটি ক্ষমার অযোগ্য মানবতাবিরোধী অপরাধ। এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, যা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়িয়ে তুলেছে।’

উত্তর কোরিয়া সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো যেন এই পরিস্থিতিতে আর হস্তক্ষেপ না করে।

মুখপাত্র বলেন, ‘আজকের এই ভয়াবহ পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো। এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের প্রধান দায়ী।’

তিনি আরো বলেন, ‘ইরানের বৈধ সার্বভৌম অধিকার ও আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগুনে ঘি ঢালছে। গোটা আন্তর্জাতিক সম্প্রদায় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট