1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহে বাস-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৬

সুমন রহমান জেলা প্রতিনিধি ময়মনসিংহ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় সংঘর্ষে মাহিন্দ্রাটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাহনটির ছয় যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম করে। আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আবদুল হাদি।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, শেরপুর থেকে ঢাকাগামী বাসের সঙ্গে ফুলপুরের কোদালদহে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট