1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। চলমান অচলাবস্থা নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার এক জরুরি একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত জানায়। একইসঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল রবিবার (২২ জুন) বেলা বারোটার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন— পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

পাঁচদফা দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

শুক্রবার শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসব দাবিগুলোর মধ্যে রয়েছে— জরাজীর্ণ ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণে দ্রুত বাজেট পাস, নতুন আবাসন নির্মাণের আগ পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, বিকল্প আবাসনের জন্য পৃথক বাজেট ও দ্রুত বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা ও ক্লাস কার্যক্রম অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবন নির্মাণে বাজেট পাস ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবিগুলো মানা না হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবেন। তবে তার আগেই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কলেজ বন্ধের ঘোষণা এলো।

এর আগে শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কলেজের মিলন চত্বরে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় ‘প্রহসন মানি না, মানবো না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, ‘আমরা আসলে মৃত্যুঝুঁকিতে আছি, দুই-এক সেকেন্ডের ব্যবধানে জীবন বেঁচে যাচ্ছে। যেমন আমি যেখানে অবস্থান করছি বা দাঁড়িয়ে আছি, এখান থেকে সরে যাওয়ার দুই-এক সেকেন্ডের মধ্যে ওপর থেকে পলেস্তারা, রড, ইট খুলে পড়ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট