বাঙ্গালীর বার্তা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “সংকটময় সময়ে তার (খালেদা জিয়া) সুস্থতার জন্য সবার দোয়া চাই। দোয়ার কারণে এ যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে পূর্ব নিধারিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত ৩ দিন ধরে একই রকম আছে জানিয়ে ডা. জাহিদ বলেন, “বিশ্বের সবচেয়ে ভালো মানের চিকিৎসা তার জন্য নিশ্চিত করা হয়েছে। ২৭ তারিখ থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন তিনি। বোর্ড যে চিকিৎসা দিচ্ছে তা গ্রহণ করতে পারছেন।”
কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং আমি আপনাদের ব্রিফিং করবো। তাহলে গুজব ছড়ানোর সুযোগ থাকবে না।”
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আজ ইউকে থেকে বিশেষজ্ঞ দল আসবে। মেডিকেল বোর্ড মনে করলে তখনই বিদেশে পাঠানো হবে। এর বাইরে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই। তবে বিদেশ নেওয়ার জন্য সার্বিক প্রস্তুত সম্পন্ন আছে।”