বাঙ্গালীর বার্তা: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে এবার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২২ জুন) সামাজিকমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে তার কথা হয়েছে এবং চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মোদি লিখেছেন, ‘আমরা ইরানে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং মনে করি, উত্তেজনা হ্রাস, সংলাপ ও কূটনীতি হলো এগিয়ে যাওয়ার সঠিক পথ। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।’
এদিকে শনিবার (২১ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পরই স্থানীয় সময় রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘ইরানকে এখনই শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যদি তা না করে, ভবিষ্যতে আরও বড় হামলার মুখোমুখি হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজ রাতে আমরা বিশ্বকে জানাতে চাই, ইরানে হামলা একটি অসাধারণ সামরিক সাফল্য। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করা এবং বিশ্বের অন্যতম সন্ত্রাসের মদদদাতার পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।’