1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে যা প্রমাণ করতে পারেননি তিনি: তারিন রাশিয়ায় ৮.৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সম্ভাবনায় সতর্কতা জারি ৩০ জুলাই লাল রঙে প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গিয়াস চৌধুরীর পদ স্থগিত অবশেষে জানা গেল নির্বাচনের সম্ভাব্য তারিখ! কিছু দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে শপথ করেছে: ফখরুল ইসলাম জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি: জাভেদ রাসিন রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় যা জানালেন প্রেস সচিব কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শাহ আলম

নির্বাচন নির্ভর করছে সংস্কারের উপর: নাহিদ ইসলাম

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের কাছে এখনও প্রধান অগ্রাধিকার হলো সংস্কার। ফলে সংস্কারের ওপর নির্ভর করেই আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ- সবকিছু মিলেই আমাদের এই মুহূর্তের রাজনীতি।

সে ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন নিতে হয়। শর্তাবলি পূরণ করতে হয়, আবেদন করতে হয়। আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই এখন করছি। কিন্তু এখনও আমাদের প্রধান কাজের জায়গাটি হচ্ছে সংস্কার এবং বিচার নিশ্চিত করা।’

গতকাল রবিবার বিকালে এনসিপির নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাবে- এই আশাবাদ ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য সব শর্তাবলি পূরণ করে আজকে নির্বাচন কমিশন বরাবর আবেদন দাখিল করেছি। এনসিপির ১০৫টি উপজেলা এবং ২৫টি জেলায় কমিটি করা হয়েছে। সব কাগজপত্র আজকে আমরা ইসিতে জমা দিয়েছি। আমরা নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাব।’

নাহিদ বলেন, ‘দলীয় প্রতীকের জন্য তিনটি মার্কার জন্য আবেদন করেছি। শাপলা, কলম ও মোবাইল। প্রথম পছন্দ শাপলা প্রতীক। আশা করছি জনগণের মার্কা হিসেবে এবং গণ-অভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রামবাংলার প্রতীক হিসেবে শাপলা এনসিপি পাবে। এই শাপলা মার্কা নিয়ে আগামী দিনে জনগণের মধ্যে কাজ করব এবং নির্বাচনে অংশগ্রহণ করব।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি, শুভেচ্ছা বিনিময় করেছি। সেখানে আমরা প্রবাসী ভোটাধিকারের কথা বলেছি, যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয়। কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা হবে, উনারা এখনও সিদ্ধান্ত নেননি। তবে উনারা বলেছেন, এটা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে।’

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান আইন পর্যালোচনা করে দেখেছি শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। জাতীয় ফল কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। সে ক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখিনি বলে আমরা আবেদন করেছি। ইসির সঙ্গেও আমরা এ বিষয়ে কথা বলেছি। শাপলা গ্রামবাংলা এবং নদীমাত্রিক বাংলাদেশের সবার কাছে পরিচিত।’

এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট