1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে আশা মির্জা ফখরুলের এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি বান্দরবান ছাত্র সমাজের চট্টগ্রামে এনসিপির সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা অনূর্ধ্ব-১৯: দ. আফ্রিকাকে আবারও গুটিয়ে দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ জেলে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে আটক, উপহার পেলেন ১০ দিনের জেল গত নয় মাসে ঋণ বেড়েছে ১ লাখ ১১ হাজার কোটি টাকা এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধে স্বামী তারেক খুলনায় অতিরিক্ত মদপানে ৪ জনের মৃত্যু কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সঠিক সময়েই হবে: প্রেস সচিব

চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে চড়থাপ্পড়ের অভিযোগ

সিদ্দিকুর রহমান জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির দাড়ি ধরে টানাটানি, অশালীন ভাষায় গালাগালসহ মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূইয়া নামে ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মানিক কম্পিউটার নামে একটি দোকানের ভেতরে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী আলী আজম মানিক ঘটনার পরপরই ঘিওর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দায়ের হলেও নাসিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিম প্রায়ই আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে যান। কাজ শেষে ঠিকমতো টাকা না দিয়েই চলে যান তিনি। পাওনা টাকা চাইলে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ চাঁদা দাবি করেন নাসিম। চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে অভিযুক্ত ওই ব্যক্তি ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দেন।

সোমবার রাতে জরুরি কিছু কাজ নিয়ে আলী আজম মানিকের দোকানে যান নাসিম। এসময় অন্য কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নাসিমকে অপেক্ষা করতে বলেন আলী আজম মানিক। এতে ক্ষিপ্ত হয়ে আলী আজম মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া এবং অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করেন নাসিম। এক পর্যায়ে ভুক্তভোগীকে মেরে হাত-পা ভেঙে দেওয়াসহ ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি। এ ঘটনার পরে ভুক্তভোগী ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন।

ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত বলেন, “ঘটনাটি শুনেছি, তবে নাসিম ভূইয়া আমাদের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাকে কখনো কোনো মিটিং বা মিছিল করতে দেখিনি।”

এ বিষয়ে জানতে ভুক্তভোগী আলী আজম মানিকের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “নাসিম ভূইয়া আমার দোকানে প্রায়ই বিভিন্ন কাজ নিয়ে আসতেন। আমি তার কাজগুলো করেও দেই। কাজ শেষ করে ঠিকমতো টাকা না দিয়েই চলে যান তিনি। পাওনা টাকা চাইলে আমাকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিতেন।”

তিনি আরো বলেন, “গতকাল রাতে জমির খারিজের কাজ করতে দোকানে আসেন নাসিম ভূইয়া। অন্য কাস্টামার থাকায় তাকে অপেক্ষা করতে বলি। এরপরই তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। আমার দাড়ি ধরে টানাহেঁচড়া করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। আমি থানায় অভিযোগ করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট