1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম পর্বের আলোচনায় যে ৬২ বিষয়ে ঐক্যমতে পৌঁছান রাজনৈতিক দল গুলো ভোটারের ভিত্তিতে বাগেরহাটে কমছে নির্বাচনী আসন,বাড়ছে গাজীপুরে : ইসি রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার মামলায়, গ্রেপ্তার ৫ সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে যা প্রমাণ করতে পারেননি তিনি: তারিন রাশিয়ায় ৮.৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সম্ভাবনায় সতর্কতা জারি ৩০ জুলাই লাল রঙে প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গিয়াস চৌধুরীর পদ স্থগিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বার্তা: পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে কোনো বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের।’

তিনি বলেন, ‘ওয়াশিংটন তেহরানে ওপর ইসরায়েলি আক্রমণকে সমর্থন করেছিল এবং শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনার ওপর তারা বিমান হামলা চালিয়েছিল, যদিও ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় জড়িত ছিল।’

তিনি আরও জানান, পূর্বের ৫ দফা আলোচনাই ব্যর্থ হয়েছে। পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতির পর এখন পরিস্থিতি নতুন করে বিশ্লেষণ করে কূটনৈতিক পথ নির্ধারণ করবে ইরান।

আরাঘচি আরও বলেন, ‘আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবুও কূটনীতি অব্যাহত রয়েছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি।’

তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা হতে যাচ্ছে। তবে তিনি বলেন, ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় চুক্তির বিষয়টি এখন আর মূখ্য নয়। ট্রাম্পের দাবি, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে গিয়ে দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং ইরানের ওপর হামলা চালিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মুখে ইরান কঠিন থাপ্পড় মেরেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তারা বলেছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট