1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি: সেমিফাইনালে বাংলাদেশ যুবদল নেতাকে গ্রেপ্তারে অভিযান, পরবর্তীতে বাড়ির পাশে মিলল লাশ বিএনপির কাউন্সিলে আ.লীগ নেতারা,তৃণমূলে ক্ষোভ প্রকাশ ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে হতাশা ও উৎকণ্ঠা: মির্জা ফখরুল প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা ভুয়া এসআই তানিয়া ‘হায় হাসান,হায় হোসেন’ ধ্বনিতে তাজিয়া মিছিল রাজধানীর বুকে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ, বেড়েছে পড়াশোনার মান: গবেষণা সঞ্চয়পত্রে মুনাফা বাড়িয়ে দিলে ব্যাংকে কেউ টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা ‘পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই’: নাহিদ ইসলাম

১ রাতেই খুলনায় ২ খুন, গুলিবিদ্ধ ২

রাকিবুল ইসলাম রকি বিশেষ প্রতিনিধি খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: খুলনায় একই রাতে পৃথক ঘটনায় গুলি ও জবাই করে ২ জনকে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এসব হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, জেলার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত এবং দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সাব্বির (২৭) নামে এক যুবক গুলিতে নিহত হন। এ সময় সাদ্দাম ও মিরাজ ওরফে কাউয়া মিরাজ নামে আরো দুজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ সাদ্দামকে আশংকাজনক হওয়ায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। গুলিবিদ্ধ মিরাজ একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে।

শুক্রবার (২৭ জুন) ভোরে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘‘খুলনার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সিন্ডিকেট ‘বি কোম্পানি’ গ্রুপের প্রধান গ্রেনেড বাবুর প্রধান দুই সহযোগী কাউয়া মিরাজ এবং সাব্বির। বৃহস্পতিবার রাত ৮টার সময় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রূপসা থানাধীন আইচঘাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে গোলাগুলি করে। ঘটনাস্থলে সাব্বির মারা যায়।

গুলিবিদ্ধ অবস্থায় আহত কাওয়া মিরাজ খুলনার নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে অস্ত্রের ভয় দেখিয়ে চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। তাদের অপর সহযোগী সাদ্দাম মাথায় গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহের পাশে ছয়টি খালি কার্টিজ, চারটি লাইভ কার্টিজ, কিছু ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। মরদেহের পাশে গ্রেনেড বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়।’’

অপরদিকে, একই রাতে নগরীর হরিণটানা এলাকায় জবাই করে বালু এবং জমি ব্যবসায়ী বাবলু দত্ত (৫০) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবাঁধ এলাকার দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল দত্ত দক্ষিণপাড়া এলাকার বসিন্দা অমূল্য দত্তের ছেলে।

এলাকাবাসী জানায়, বাইরের কাজ শেষ করে বাবলু দত্ত মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। এ সময়ে কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে ফাঁকা একটি প্লটের মধ্যে নিয়ে যায়। প্লটের মধ্যে নিয়ে গিয়ে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ‘‘ধারালো ছুরি দিয়ে বাবলু দত্তকে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছেনা। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট