1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের সুযোগ নেই: নাহিদ

শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যু, নেটিজেদের চোখে রহস্য

বাঙ্গালীর বার্তা বিনোদন ডেস্কঃ
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর বলিপাড়ায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার (২৭ জুন) রাতে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে আনার আগেই শেফালি মারা গেছে।

রিপোর্ট অনুযায়ী, তার মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট ছিল। তবে পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত তদন্ত চলছে।

শেফালি জরিওয়ালাকে তার আন্ধেরির ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর স্বামী পরাগ ত্যাগী ও বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ১টার দিকে পুলিশকে তার মৃত্যুর খবর জানানো হয়। এই ঘটনায় তদন্তের জন্য পুলিশ ফরেনসিক টিমও পাঠানো হয়েছে।

‘বিগ বস ১৩’ এর সঙ্গী রাশমি দেশাই গভীর শোক প্রকাশ করে বলেন, এটা বিশ্বাস করতে পারছি না, শেফালি এত তাড়াতাড়ি চলে গেলেন। শেফালি ও পরাগ দম্পতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের দত্তক নেয়া কন্যার কথা জানিয়ে ছিলেন, আর তাদের সন্তান দত্তক নেয়ার পরিকল্পনা ছিল।

মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হলেও ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওতে শেফালির নাচ এবং ড্রেসের কারণে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন। ১৯ বছর বয়সে এই গানটির মাধ্যমে শেফালি শোবিজে পা রেখেছিলেন। এরপর একাধিক সিনেমা এবং রিয়্যালিটি শোতে তিনি অংশ নেন। বিশেষ করে ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় তার ক্যামিও চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছে।

তবে শেফালির ব্যক্তিগত জীবন বেশ আলোচিত ছিল। ২০০৯ সালে সঙ্গীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। পরে ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।

শেফালি দীর্ঘ সময় মৃগীরোগের কারণে অসুস্থ ছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি ১৫ বছর বয়স থেকেই মৃগীরোগে আক্রান্ত। এটি আমাকে অনেকসময় শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। এই রোগের কারণে তিনি বহুবার মঞ্চে পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তিনি জানান, গেল ৯ বছর ধরে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।

২০১৮ সালে শেফালি ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ এবং ‘বু: সবকি ফাটেগি’ তে অভিনয় করেন। পরবর্তীতে তিনি ‘বিগ বস ১৩’ শোতে অংশ নেন এবং একাধিক রিয়্যালিটি শোতে তার উপস্থিতি আলোচনায় আসে।

শেফালির স্বামী পরাগ ত্যাগী গণমাধ্যমকে জানান, শেফালি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন, যা তার মৃত্যুর কারণ হতে পারে। শেফালি দেশের পাশাপাশি বাংলাদেশের গানেও মডেল হিসেবে কাজ করেছিলেন। ২০২২ সালে তিনি বাংলাদেশের গায়িকা নাদিয়া ডোরার গানে মডেল হয়ে ছিলেন, যার শিরোনাম ছিল ‘পিরিতির কারবার’।

মাত্র ৪২ বছর বয়সে তিনি সবাইকে চিরতরে ছেড়ে চলে গেলেন। কিন্তু তার স্মৃতি এবং কাজগুলো দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবে। শেফালির অকাল মৃত্যুতে তার সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা ভেঙ্গে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট