বাঙ্গালীর বার্তা: পিরোজপুরের ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষায় চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে এক পরীক্ষার্থী। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে যায় ওই শিক্ষার্থী। পরে তাকে বহিষ্কার করা হয় এবং দায়িত্বে থাকা দুই কক্ষ পর্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) উপজেলার এফ.করিম আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের ৫ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন ইন্দুরকানী সরকারি কলেজের ফারদিন খলিফা নামের ওই পরীক্ষার্থী। পরীক্ষা শেষে তিনি উত্তরপত্র না জমা দিয়ে কেন্দ্র ত্যাগ করেন।
ঘটনার বিষয়ে কক্ষ-পর্যবেক্ষক চঞ্চল কুমার হালদার বলেন, “পরীক্ষা শেষ হলেও ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে চলে যায়। পরে তার বাড়ি-পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রাম থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।”
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হলে, পুলিশের সহায়তায় অভিযানে গিয়ে পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্র উদ্ধার করা হয়। বোর্ডের নির্দেশে তাকে বহিষ্কার এবং দুই কক্ষ-পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বলেন, “ঘটনার পরপরই বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।