বাঙ্গালীর বার্তা: জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুল ইসলাম বলেছেন, পাটগ্রামসহ সারা দেশে আমাদের চোখের সামনে যে পরিস্থিতি বিরাজ করছে, এ অবস্থায় কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।
শুক্রবার (৪ জুলাই) সকালে সৈয়দপুর বিমান বন্দরে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, শুধু পাটগ্রামেই নয়, সারা দেশে মব জাস্টিস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তবেই নির্বাচন।
তিনি বলেন, নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে। সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। জামায়াতে ইসলামী সব সময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা আমরা ১৯৭২ সাল থেকেই বলে আসছি।
এদিন দুপুরে রংপুরে জামায়াত ইসলামের জনসভায় যোগ দিতে, সৈয়দপুর পৌছান জামায়াত আমির। দীর্ঘ ১৭ বছর পর রংপুর জেলা স্কুলের মাঠে এ সমাবেশ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।