আন্তর্জাতিক বার্তা: সোমবার মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতরে রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে স্তারোভোয়িতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনা নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা তৈরি হয়েছে রুশ রাজনৈতিক অঙ্গনে।
সোমবার (৭ জুলাই) মস্কোর উপকণ্ঠের ওদিন্তোসোভো এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি থেকে রোমান স্তারোভোয়িতের লাশ উদ্ধার করা হয়। কিছু সময় আগেই প্রেসিডেন্ট পুতিন এক নির্বাহী আদেশে তাকে পরিবহনমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম ও তদন্ত কর্মকর্তারা এটিকে আত্মহত্যা বললেও, ঘটনার সময় ও কারণ নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।
৫৩ বছর বয়সী রোমান স্তারোভোয়িত ২০২৪ সালের মে মাস থেকে রাশিয়ার পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ইউক্রেনসন্নিহিত কুরস্ক অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন। জানা গেছে, কুরস্কের কিছু অংশ ইউক্রেন দখল করে নিয়েছিল এবং এই অঞ্চলে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে তিনি বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছিলেন।
রুশ বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার মস্কোর ওদিন্তোসোভো এলাকায় একটি গাড়ির ভেতরে তার মরদেহ পাওয়া যায়। দেহে গুলির চিহ্ন ছিল এবং প্রাথমিক তদন্তে বলা হয়, তিনি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কখন তিনি আত্মহত্যা করেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
ঘটনার কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সই করা একটি প্রেসিডেনশিয়াল ডিক্রি প্রকাশ হয়, যেখানে বলা হয়, “রোমান স্তারোভোয়িতকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।” বরখাস্তের কারণ হিসেবে সরকারিভাবে কোনো ব্যাখ্যা না দিলেও রুশ মিডিয়ায় জোর গুঞ্জন চলছে।
রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার বেশ কিছু বিমানবন্দরে নিরাপত্তা বিঘ্ন ঘটে ও বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয়। এই পরিস্থিতি সামাল দিতে না পারার দায়ও স্তারোভোয়িতের ওপর বর্তায়। পাশাপাশি তার বিরুদ্ধে কুরস্কে দুর্নীতি এবং সীমান্ত প্রতিরক্ষার জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে, যা তদন্তের মুখে পড়তে পারত।
তদন্ত কর্মকর্তারা বলছেন, “বর্তমানে আমরা আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি, তবে ময়নাতদন্ত এবং অন্যান্য প্রমাণ হাতে পেলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে।”
তথ্যসূত্র : এএফপি