1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

‘এত রক্ত যাঁর হাতে, সেই ফ্যাসিস্ট হাসিনার পালানোর কোনো পথ নেই’

বাঙ্গালীর বার্তা অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: গত বছর দেশের শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। তার একটি ফোনালাপের অডিও যাচাই করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ প্রতিবেদন প্রকাশের পর মন্তব্য করেছেন প্রেসসচিব, আইন উপদেষ্টাসহ অনেকে। বলেছেন তার (শেখ হাসিনা) বিচার অবশ্যেই হবে। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এমন মন্তব্য করেছেন।

বুধবার (৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এনিয়ে কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “গত বছরও বলেছিলাম, আজ আবার বলছি—
এত রক্ত যাঁর হাতে, সেই ফ্যাসিস্ট হাসিনার পালানোর আর কোনো পথ নেই।”

“তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাকী আলাপের শুরু এর পর থেকে।”

বুধবার বিবিসির অনুসন্ধানমূলক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যাচাই করে তারা জানতে পেরেছে, শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট