1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যে শান্তি আমি পাই, নতুন করে প্রেমে পড়ে যাই: সাফা কবির প্রয়োজনের কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকোর সীমান্তে দেয়াল, তোপের মুখে ট্রাম্প এখন জামায়াতের এরকম সমাবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন সাবেক শিবির নেতা আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ তথ্যগত ভুল, লাল কাপড়ে ঢেকে দিলেন সহযোদ্ধারা জামায়াতের সমাবেশ: সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে সোহরাওয়ার্দীতে এখন থেকে অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না স্টেট ডিপার্টমেন্ট কত স্বপ্ন ছিল ওর! ‘আমার ছেলেরে যারা গুলি করে মেরেছে, সে যেন হাজার গুলি খেয়ে মরে’ ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে: নাহিদ ইসলাম নিত্য প্রয়োজনীয় বাজার ফের চোখরাঙানি দিচ্ছে!

ব্যাংক লুটে সহায়তাকারী কর্তাদের খোঁজে মাঠে নেমেছে দুদক

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে ঘটে যাওয়া রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ নানা আর্থিক অনিয়মে জড়িত ও সহায়তাকারী বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্তাদের সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব ঘটনায় সাবেক তিন গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ পেয়েছে সংস্থাটি। এই অভিযোগগুলো যাচাই-বাছাই ও প্রমাণ সংগ্রহে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম। তিন সদস্যবিশিষ্ট টিমে রয়েছেন দুদকের উপপরিচালক মোমিনুল ইসলাম, রণজিৎ কুমার কর্মকার এবং উপসহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লা।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম দৈনিক আমাদের সময়কে জানান, অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে দুই সপ্তাহ সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাওয়া গেলে তা বিশ্লেষণ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদারসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, রিজার্ভ চুরি, ঋণখেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ নানা সুবিধা দিয়ে গত ১৫ বছরে ব্যাংক খাতকে দুর্বল করেছেন। অভিযোগে ৩ গভর্নর ছাড়া বাকি যাদের নাম এসেছে, তারা হলেন সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী (সিতাংশু কুমার), বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস, সাবেক ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, বিএফআইইউর সাবেক প্রধান কাজী সায়েদুর রহমান এবং সাবেক ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

দুদকের চিঠিতে ২০০৯ সালের আগে এবং পরে খেলাপি ঋণ নিয়মিত করার জন্য যেসব নীতিমালা জারি হয়েছে এবং এসব নীতিমালার সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর তালিকা ও তথ্য চাওয়া হয়েছে। বিশেষভাবে এ থেকে সুবিধাপ্রাপ্ত বেক্সিমকো, এম আর, রতনপুর, কেয়া, যমুনা, থার্মেক্স, শিকদার, বিবিএস, আব্দুল মোনেম ও এননটেক্সসহ এক ডজন গ্রুপের নামে-বেনামে নেওয়া ঋণের তথ্য চাওয়া হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ চাওয়া তথ্যের মধ্যে রয়েছে ২০০৯ থেকে ২০২৪ সালের খেলাপি ঋণের তালিকা; হলমার্ক ও বেসিক ব্যাংকের জালিয়াতি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন এবং গৃহীত পদক্ষেপের নোটিশ ও পরিপত্র; আওয়ামী লীগের আমলে নতুন অনুমোদন পাওয়া ৯ ব্যাংকের নোটশিট ও পরিপত্র (মেঘনা, মধুমতি, এনআরবি, এনআরবি গ্লোবাল, সাউথ বাংলা, ইউনিয়ন, ফারমার্স, মিডল্যান্ড ব্যাংক)। বাংলাদেশ ব্যাংককে নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে হবে। এ ছাড়া

শেখ হাসিনা সরকারের বাণিজ্যিক উপদেষ্টা সালমান এফ রহমানের সুপারিশে করা ঋণ পুনর্গঠন নীতিমালার কপি, রিজার্ভ চুরি সংক্রান্ত অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদ এবং ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার মালিকানা পরিবর্তন ও অভ্যন্তরীণ তদন্তের নথিও চাওয়া হয়েছে। গভর্নর ফজলে কবিরের সময় দেওয়া সব ঋণ নীতিমালা, ৯ শতাংশ সুদের হার সংক্রান্ত সার্কুলার, খেলাপিমুক্ত থাকার পদ্ধতি চালু করতে নীতিমালার সত্যায়িত কপিও চেয়েছে অনুসন্ধান টিম।

গভর্নর রউফ তালুকদারের সময় ব্যাংক ও আর্থিক খাতে বেনামি ও জালিয়াতির অভিযোগ সম্পর্কিত তথ্য-উপাত্ত, ব্যবসায়ীদের ডলার প্রদানের বিষয়ে নোটশিটসহ নথি, অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন এবং ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সময় অনুমোদিত ব্যাংকগুলোর (এনআরবিসি, ইউনিয়ন, সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, মিডল্যান্ড, মেঘনা ও এনআরবি) অনুমোদন সংক্রান্ত সব নথি পাঠানোর অনুরোধ করা হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অনুসন্ধানকারীরা সংশ্লিষ্ট নথি চেয়ে চিঠি দিয়েছেন। সেগুলো পাওয়ার পর আইন অনুযায়ী যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট