বিনোদন বার্তা: বলিউডের গ্ল্যামার আর গসিপের মাঝেও কিছু তারকা আছেন, যারা আলোচনায় থাকেন ভিন্ন কারণে। জন আব্রাহাম ঠিক তেমনই এক নাম। স্ক্যান্ডাল-ফ্রি জীবন, পর্দার বাইরে ব্যক্তিগততা রক্ষা করা এবং পরিণত চিন্তাধারা—এই গুণগুলো তাকে করে তুলেছে বলিউডের অন্যরকম নায়ক।
২০১৪ সালে অর্থনীতিবিদ প্রিয়া রুঞ্চালকে বিয়ে করেছিলেন জন। তিন বছরের প্রেমের পর শুরু হয়েছিল তাদের নতুন পথচলা। চলতি বছর তাঁরা একসাথে পার করেছেন ১১টি বছর। সম্পর্কটিতে রয়েছে স্থিতি, ভালোবাসা, সম্মান—তবুও একটা প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল বলিউডের বাতাসে:
“জন ও প্রিয়া এখনও নিঃসন্তান কেন?”
এবার সেই প্রশ্নের উত্তর নিজেই খোলাসা করেছেন জন আব্রাহাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জন বলেন, “খুব বেশি পরিকল্পনা করে এ সব করা যায় না। আমার মনে হয়, আপনি যদি একজন অভিভাবক হতে প্রস্তুত থাকেন তখনই সন্তান জন্মের কথা ভাবা উচিত। অন্যথায়, সন্তান জন্ম দেবেন না।”
তিনি আরও যোগ করেন, “আপনি যদি বাবা-মা হওয়ার আনন্দ পেতে চান, এমন কাউকে লালন-পালন করতে চান, যাকে আপনি প্রচুর ভালোবাসেন—যত্নসহকারে বড় করতে চান—তবেই সন্তান নেওয়ার কথা ভাবা উচিত।”
অর্থাৎ জনের কাছে সন্তান নেওয়া শুধু সমাজ বা সময়ের চাপে নয়- বরং এক গভীর দায়িত্ববোধের নাম।
এই সাক্ষাৎকারে জন আব্রাহাম স্ত্রী প্রিয়া রুঞ্চালের প্রশংসাতেও মুখর ছিলেন। বলেন, “আমার মধ্যে অনেক খুঁত রয়েছে। প্রিয়া অনেক বেশি পরিণত, অনেক বেশি পরিশীলিত। মানুষ হিসেবে সে দারুণ। বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে এমন কাউকে পাওয়া খুব কঠিন, যে সবসময় পেছনে থাকতে চায়। কিন্তু প্রিয়া সবসময়ই পেছনে থেকে আমার পাশে থেকেছে।”