বাঙ্গালীর বার্তা: চলতি বছরের জানুয়ারিতে মারা গেছেন নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন। স্বামীকে হারানোর কম সময়ের মধ্যেই ফের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তনি। এবার সেই বিতর্কে মুখ খুলেছেন তার তৃতীয় স্বামী সিদ্দিক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে সিদ্দিক লেখেন, “গতকাল আমি জানিয়েছিলাম যে তনি এখন আমার স্ত্রী। তারপর থেকেই আমাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন, তবে কিছু মানুষ এমন বিষয় নিয়ে মন্তব্য করছেন যা তারা আসলে জানেন না।”
তিনি আরও বলেন, “আমার অতীত, প্রাক্তন স্ত্রী কিংবা সন্তানদের টেনে আনা খুবই অনুচিত। আমার সন্তানরা নাবালক, তারা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার ট্রোল বা আলোচনার অংশ হওয়া উচিত নয়। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই—২০১৯ সালে। প্রাক্তন স্ত্রী এখন নিজের জীবনে ভালো আছেন।”
নতুন জীবনের সিদ্ধান্ত নিয়ে সিদ্দিক লেখেন, “আমি আর তনি দুজনই প্রাপ্তবয়স্ক। আইনসম্মতভাবেই আমরা নতুন জীবনের পথ বেছে নিয়েছি। তনি একজন বিধবা, আর আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি—এটুকুই।”
সবশেষে তিনি আহ্বান জানান, “আসুন আমরা দয়া ও ইতিবাচকতার দিকেই মনোযোগ দিই। যারা আমাদের সমর্থন করছেন এবং ব্যক্তিগত জীবনকে সম্মান করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”
সিদ্দিকের ওই পোস্ট শেয়ার করে তনি লিখেছেন, ‘না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে ইনভলভ করেন এটা কিন্তু খুব খারাপ।
আমাকে নিয়ে বেশি বেশি পোস্ট দেন, নিউজ করেন অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে’