আন্তর্জাতিক বার্তা: অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে নতুন সীমান্ত দেয়ালের অনুমোদন দিয়ে মেক্সিকো সরকারের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিউ মেক্সিকো রাজ্যে মার্কিন সীমান্ত দেয়ালের একটি নতুন অংশ নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন। তিনি এটিকে মার্কিন সরকারের একতরফা পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে শেইনবাউম জোর দিয়ে বলেছেন, মেক্সিকো কোনোভাবেই এই প্রকল্পে জড়িত নয় এবং অর্থায়নও করছে না।
তিনি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) নিজেরাই এটি নির্মাণ করছে। আমরা দেয়াল সমর্থন করি না। আমরা দেয়াল নয়, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ সীমান্ত অর্জনে আগ্রহী।”
শেইনবাউম নতুন দেয়াল নির্মাণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন। তিনি উন্নয়ন-ভিত্তিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকানদের সম্মানের প্রতি সরকারের অগ্রাধিকারের উপর জোর দিয়েছেন।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি নিউ মেক্সিকোর সান্তা তেরেসা ও উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের মধ্যে একটি দ্বিতীয় সীমান্ত দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে। এই প্রকল্পে ৯.৬ কিলোমিটার দীর্ঘ ৯ মিটার উঁচু দেয়াল নির্মাণ করা যাবে, যা ৫.৫ মিটার উঁচু একটি পুরোনো দেয়ালের পিছনে স্থাপন করা হবে।