বাঙ্গালীর বার্তা: চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিউ মার্কেটের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে নিকটস্থ নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।