1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: প্রধান উপদেষ্টা মাদক-সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ-পাকিস্তান প্যারাসুট দেখতে পেয়ে খুঁজে দেখি ঘরের এক কোনায় পড়েছিল পাইলট, বললেন শিক্ষক নাসিরউদ্দিন ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ ‘লাশের রাজনীতি’ করছেন অন্তর্বর্তী সরকার অভিযোগ ঢাবি শিক্ষকের বাড়লো বেতন-ভাতা গ্রাম পুলিশের মাইলস্টোন ট্র্যাজিডি: বাবা-মায়ের বুক খালি করে চলে গেল ভাই-বোন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলায় রাজি নন বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর ‘মারধরের’ অভিযোগ তদন্ত করা হচ্ছে: আইএসপিআর টানা ৮ ঘণ্টার অবরোধ শেষে বরিশাল-ঢাকা মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর ‘মারধরের’ অভিযোগ তদন্ত করা হচ্ছে: আইএসপিআর

মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: কয়েকজন সেনাসদস্যের হাতে ‘শিক্ষার্থীদের মারধরের’ যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ হিসেবে বর্ণনা করে আইএসপিআর বলেছে, তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার ২২/০৭/২০২৫ আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওয়ার পরের পরিস্থিতিরও ব্যাখ্যা দিয়েছে। উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে সেখানে ভিড় করা ‘একদল উৎসুক জনতাকে’ সরাতে গেলে তাদের সঙ্গে সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের ‘ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের’ সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি ‘অনভিপ্রেত’ ঘটনার অবতারণা করে।

দুর্ঘটনার পর সেখানে যাওয়া সংবাদকর্মী, উৎসুক জনতা ও মাইলস্টোনের শিক্ষকদের সঙ্গেও উদ্ধারকারী সদস্যদের বাদানুবাদ, শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ ওঠে।

আজ মঙ্গলবার সকাল থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এই ঘটনাসহ ছয় দফা দাবিতে ক্যাম্পাস সংলগ্ন গোলচত্ত্বরে দিনভর বিক্ষোভ করেন। তারা এ ঘটনার জন্য সেনাবাহিনীর সদস্যদের জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানান।

সেনাসদস্যের হাতে ‘শিক্ষার্থীদের মারধরের’ অভিযোগ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ওঠার পর ‘দুঃখ প্রকাশ’ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ বিষয়ে ‘উপযুক্ত ব্যবস্থা নিতে’ সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানিয়েছে সরকার।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যকে উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ার পর শিক্ষার্থীদের সব দাবি ‘মেনে নেওয়ার’ আশ্বাস আসে আইন উপদেষ্টার কাছ থেকে। সেখানে মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকার ‘একমত’ বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টার ওই আশ্বাসের পর, শিক্ষার্থীদের ছয় দফা দাবি ‘যৌক্তিক’ জানিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা প্রতিষ্ঠানটির কয়েক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে আলোচনা শেষে আসিফ নজরুল বলেন, “জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট