1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘সতর্ক বার্তা’ অবশেষে ৭ লাখ টাকা দিয়ে ছাড়া পেলেন অপহৃত সেই ৬ কৃষক প্রিন্টিং প্রেসকে নির্বাচনি পোস্টার না ছাপার নির্দেশ ইসি’র শেরপুরে বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ, আহত ৩০ রাজধানীর উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট মেয়েকে লেখা শেষ বার্তা পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা ঢাকা-১২: তিন সাইফুলে বিভ্রান্ত ভোটাররা, কে হাসবে বিজয়ের হাসি! মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, মার্কিন-ইরান সংঘাতের দ্বারপ্রান্তে মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতে এই হামলা: নাহিদ ইসলাম ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা করে তাহলে মার্কিন যুদ্ধ জাহাজ কি টিকবে?

একটি পরিত্যক্ত পৌর ভবনে রহস্যময় ৫ মাসে ৫ টি লাশ

মাসুদ করিম সাভার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ঢাকার সাভারে পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে এবার দুটি পোড়া মরদেহ উদ্ধারের পর সম্রাট নামে পরিচয় দেওয়া এক ভবঘুরকে হেফাজতে নিয়েছে ডিবি।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এই তথ্য দিয়েছেন।

সিসিটিভি ফুটেজ ও সন্দেহজনক আচরণের কারণে দুপুরে সাভার পৌর এলাকা থেকে সম্রাটকে আটক করে গোয়েন্দা পুলিশ। রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে, সম্রাটকে নিয়েও বাড়ছে প্রশ্ন।

সম্রাটের বিস্তারিত পরিচয় এখনো জানতে পারেনি ডিবি। তবে তিনি সাভার থানার আশপাশ, পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের সামনে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো ঘুরে বেড়াতেন, পোশাকেও ছিল সেই ছাপ। সম্রাট কি আসলেই পাগল নাকি রহস্যময় মানুষ, সেটিই বের করার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাটকে ধরে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দেহ কাঁধে নিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেহটি কাঁধে নিয়ে যাওয়া ব্যক্তিই আটক হওয়া সম্রাট। কারণ, বেশভূষা ও চলনে ঘনিষ্ট সাদৃশ্য রয়েছে।

সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার সাভার পৌর কমিউনিটি সেন্টার, যেটি এখন আর ব্যবহৃত হয় না। ফলে ভুতুড়ে পরিবেশ তার ভেতরে। মলমূত্র ত্যাগ করায় সাধারণত মানুষ সেদিকে উঁকিও দেয় না। ময়লাভরা এই পরিত্যক্ত অবকাঠামোটি এখন অজ্ঞাত লাশের ভাগাড়ে পরিণত হয়েছে, যেখানে থেকে রবিবার দুপুরে দুটি পোড়া মরদেহ তুলে আনে পুলিশ।

সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার সাভার পৌর কমিউনিটি সেন্টার এলাকায় ঘোরাঘুরি করেন মানসিক ভারসাম্যহীনের মতো দেখতে সম্রাট। তাকে আটক করেছে ডিবি।

মরদেহ দুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেননি দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। তিনি পুড়ে যাওয়া দুটি মরদেহ সেখানে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, দুটি লাশই পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে জানার চেষ্টা চলছে।

একই স্থানে আরো তিনটি অজ্ঞাত লাশ
২০২৫ সালের ২৯ আগস্ট রাতে এই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে হাত-পা বাঁধা অপরিচিত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সেই লাশের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

গত বছরের ১১ অক্টোবর রাতে একই স্থানে পাওয়া যায় এক নারীর অর্ধনগ্ন মরদেহ, পুলিশ সেটি উদ্ধার করে।

২০২৫ সালের শেষ দিকে ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এই তিন লাশের একটিরও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পাঁচ মাসে পাঁচটি পরিচয়হীন লাশ একই স্থানে পাওয়ার ঘটনা ঘিরে রহস্য বাড়ছে। প্রশ্ন উঠছে, তাহলে এই পাঁচজন কি সাভারের মানুষ নন? তাদের কি অন্য জায়গায় খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে? অথবা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এসব প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না খোদ গোয়েন্দারাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট