বাঙ্গালীর বার্তা: নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলায় অভিযুক্ত মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআইর নরসিংদী জেলার ইনচার্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন।
গ্রেপ্তার মহসিন (৪৬) শিবপুর উপজেলার সৈয়দ নগর এলাকার আয়োছ আলীর ছেলে।
এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘২০২৩ এর ফেব্রুয়ারির শেষ দিকে নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় মহসিন মিয়াসহ আরো দুইজন। পরে গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবীদ হারুনুর রশিদ খান।’
তিনি আরও বলেন, ‘রশিদ খানের মৃত্যুর আগেই তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ২০২৩ এর ২৩ জুন এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে দুবাই পালিয়ে যায় মামলার আসামি মহসিন।’
মোস্তাইন হোসেন আরও বলেন, ‘গত ২০ জুলাই ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনে পুলিশ। পরদিন ২১ জুলাই আদালতে সোপর্দ করলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’