বাঙ্গালীর বার্তা: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় আলদাদপুর গ্রামের বালাপাড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝাপাড়ার আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২২) ও চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিম (২২)। এ ৫ জনকে আদালতে তোলা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে তাদের রংপুরের আদালতে তোলা হয়। কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বালাপাড়া গ্রামের এক কিশোর (১৭) ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে- এমন অভিযোগ পায় পুলিশ। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে শনিবার রাতে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে রোববার দুপুরে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয় তাকে।
এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা গত শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত দফায় দফায় ওই কিশোরের বিচারের দাবিতে মিছিলসহ হিন্দু অধ্যুসিত এলাকায় ঢুকে অন্তত ১৮ পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ঘটনার ৩ দিন পর গতকাল সন্ধ্যায় একজন ভুক্তভোগী বাদী হয়ে ১২০০ জনকে আসামি করে গঙ্গাচড়া থানায় মামলা করেন।