1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ট্রাকে চাঁদাবাজি করার সময় আটক ২ জন

রোকনুজ্জামান কাকন বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে দুইজন চাঁদাবাজকে আটক করা হয়েছে। পরে তাদের রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (২ আগস্ট) বিকেলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাতে রানীশংকৈল উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে সেনা টহল দল রানীশংকৈলের মাদ্রাসা মোড় স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় রাজু মিয়া (২৬) ও আনোয়ার হোসেন (২৭) নামে দুই ব্যক্তি ট্রাকচালকের কাছে চাঁদা আদায় করছিল।

এ সময় রশিদসহ চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক হয়। পরবর্তীতে তাদের রানীশংকৈল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, তারা বেশ কিছুদিন ধরেই চাঁদাবাজি করে আসছিল। সেনাবাহিনীর অভিযানের পরে এলাকাবাসী অনেকটা স্বস্তি ফিরেছে। চাঁদাবাজির বিরুদ্ধে আগামীতেও সেনাবাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানান।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট