বাঙ্গালীর বার্তা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে চা বাগানে চোর সন্দেহে ইমাম উদ্দিন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরে পুলিশ সন্দেহভাজন চারজনকে আটক করেছে। নিহত ইমাম উদ্দিন গোয়ানঘাট উপজেলার মেদি গ্রামের বাসিন্দা হরমুজ আলীর ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চা বাগানের বাংলো সংলগ্ন একটি অফিস ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী চা বাগানের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি বলেন, গত রাতের কোনো এক সময় চা বাগানের ভেতরে এ ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।