1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :

সাংবাদিক তুহিনকে যে কারণে হত্যা করল সন্ত্রাসীরা

মোঃ আল-আমীন জেলা প্রতিনিধি গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) সন্তাসীরা কুপিয়ে হত্যার কারণ প্রাথমিক তদন্তে উদ্ঘাটন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে সন্ত্রাসীরা।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম সংবাদমাধ্রমকে ই পুলিশ কর্মকর্তা বলেন, একজন নারী ও একজন পুরুষের বিতণ্ডাকে কেন্দ্র করে সহিংসতার ভিডিও করায় সাংবাদিক তুহিনকে কোপায় সন্ত্রাসীরা।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, ‘ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পাই, একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় একজন নারীকে আঘাত করেন একজন পুরুষ। এরপরই ৪-৫ জন তরুণ চাপাতিসহ এসে ওই পুরুষকে আঘাত করে। একপর্যায়ে ওই পুরুষকে আর সিনের ভেতরে পাওয়া যায় না।’

সাংবাদিক তুহিনকে হত্যার সময় বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল

পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে আহত পুরুষটি জয়দেবপুর সদর হাসপাতালে ভর্তি। তার নাম বাদশা মিয়া। তার সঙ্গে পুলিশের কথা হয়।

বাদশা মিয়াকে উদ্ধৃত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, ‘আমরা তার মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই ঘটনাটি সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ধারণ করেন। এটি বুঝতে পেরে ঘাতকরা তুহিনকে এটা ডিলিট করতে বলে। কিন্তু তুহিন ভিডিওর বিষয়টি অস্বীকার করলে তাকে সেখানেই কোপায় সন্ত্রাসীরা।

প্রাথমিক তদন্তে এসব তথ্যই উঠে এসেছে জানিয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম বলেন, পরবর্তী তদন্তে আরও বিষদ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট