1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

বিএনপির কার্যালয় দুধ দিয়ে ধোয়ার ঘটনায় ২ ছাত্রদল নেতাকে শোকজ

মোঃ আল-আমীন জেলা প্রতিনিধি গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কার্যালয় দুধ দিয়ে ধোয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মিঠুন হোসেনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

রাতেই কারণ দর্শানোর নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ছাত্রদলসহ বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

দলীয় নেতাকর্মীরা জানান, গত বুধবার রাত সাড়ে ৯টায় দিকে একমণ দুধ দিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয় ধুইয়ে দেওয়া হয়। পরে সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভাইরাল হয়। এ ঘটনা নিয়ে উপজেলা ও জেলা ছাত্রদল, বিএনপির দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হন।

ভিডিওতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন ও মিঠুন হোসেনকে বলতে শোনা যায়, ৫ আগস্ট বর্তমান উপজেলা ও পৌর বিএনপির কমিটি সর্মথিত নেতাকর্মীদের সঙ্গে কয়েকজন আওয়ামী লীগের দোসর দলীয় কার্যালয়ে ঢুকে। এতে উপজেলা বিএনপির অফিসের পাপ হয়েছে। সেই পাপকে দুধ দিয়ে ধুয়ে পাপমোচন করা হলো।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল বলেন, কাউকে অপমান করে দুধ দিয়ে ধুয়ে দলীয় কার্যালয় পাপ মোচন করা ঠিক হয়নি। এ ঘটনা সত্যিই নিন্দনীয়।

এ ঘটনা জানতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাফর ইকবাল জনি বলেন, এই ঘটনায় কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নিবেন, সেই সিদ্ধান্ত মেনেই দলীয় কার্যক্রম চালাতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যাদের কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তারা নিশ্চয়ী ছাত্রদলের গঠনতন্ত্র মেনেই জবাব দিবেন বলে প্রত্যাশা করছি।

অপরদিকে একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করার অভিযোগে উপজেলা যুবদলের সদস্য মো. লিটন দেওয়ানকে আজীবনের জন্য সব সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট