1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

ইউএনওর বিরুদ্ধে ভিজিএফের চাল নিতে আসা যুবককে মারধরের অভিযোগ

আনিসুর রহমান জেলা প্রতিনিধি নেত্রকোনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: নেত্রকোনার আটপাড়ার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে ভিজিএফের চাল নিতে আসা যুবককে লাঠি দিয়ে মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নিন্দার ঝড় উঠেছে। ভুক্তভোগী যুবকের নাম দুর্জয়। তিনি ওই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে ২০ সেকেন্ডের একটি ভিডিও দৃশ্য ভাইরাল হয়। তবে ভিডিওটি চলতি বছরের ২৪ মার্চ ধারণকৃত বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, রুয়েল সাংমা ভিড়ের মধ্যে এক যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছেন। এ সময় ঘটনাস্থলে একাধিক পুলিশ সদস্য, আনসার ও গ্রামপুলিশ ছিলেন। কয়েক আনসার সদস্য যুবককে ধরে রাখেন। মারতে গিয়ে ইউএনও একসময় মাটিতেও বসে পড়েন।

জানা যায়, ঘটনার দিন ঈদুল ফিতর উপলক্ষে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। তখন চাল নিতে আসা লোকজনের উপচে পড়া ভিড় আর ধাক্কাধাক্কিতে ইউএনও রুয়েল সাংমা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। পরে তিনি লাঠি হাতে নিয়ে এ কাণ্ড ঘটান।

এ ব্যাপারে ইউএনও রুয়েল সাংমার সাথে গণমাধ্যম যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। , পরে ইউএনওকে হোয়াট্সঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালে, তিনি প্রতি উত্তরে দুর্জয়ের নামে লেখা একটি অঙ্গীকারনামার অনুলিপি পাঠান।

তাতে অসংখ্য ভুল বানানে লেখা, ‘আমি ইউনিয়ন পরিষদের সরকারি চাল বিতরণ কাজে বাধা সৃষ্টি করে অপরাধ করেছি। প্রথমবারের মতো মাননীয় ইউএনও স্যারের কাছে ক্ষমা চাই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট