বাঙ্গালীর বার্তা: খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা ও একাধিক মামলার আসামি শামীম বন্দে অরফে বাবুকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৩ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক শামীম বন্দে অরফে বাবুর কাছ থেকে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। অভিযানে সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরাও অংশ নেন।
স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছে। আটক ব্যক্তিকে জব্দকৃত অস্ত্রসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, শামীম বন্দে অরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।