1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে এক পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার, মিলল চিরকুট

মফিজুর রহমান মিন্টু জেলা প্রতিনিধি রাজশাহী
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাজশাহীতে স্বামী,স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে নগরী উপকন্ঠে খড়খড়ি বামন শেখর এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা সবাই একই পরিবারের। তারা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা খাতুন, তাদের সন্তান মাহিম (১১) ও দেড় বছরের শিশু মিথিলা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর তিনি নিজেও গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি মিনারুলের হাতের লেখা।

এতে লেখা রয়েছে…..

‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দু:খ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এতো কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো।

কারও কাছে কিছু চাই…হবে। আমার জন্যে কাউকে মানুষের কাছে হতে হবে…আমার বাবা আমার জন্য অনেকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না।

চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট