1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ধানমন্ডি-৩২ এ গণপিটুনির শিকার ভাইরাল সিদ্দিক

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বিতর্কিত বক্তব্য ও আচরণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হওয়া সিদ্দিক এবার ধানমন্ডি-৩২ নম্বরে জনতার রোষে পড়লেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে শ্রদ্ধা জানাতে গেলে উত্তেজিত জনতা তাকে ধাওয়া দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিককে দেখামাত্রই আশপাশের লোকজন তাকে দেখামাত্র ধাওয়া দেয়। এসময় তিনি দ্রুত পাশের প্রধান সড়কে গিয়ে একটি চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন। কিন্তু জনতা তাকে বাস থেকে নামিয়ে আনে। পরে কয়েকজন যুবক তাকে শারীরিকভাবে আক্রমণ করে।

পরিস্থিতি উত্তপ্ত হলে শতাধিক মানুষের ভিড় তাকে ঘিরে ফেলে। তখন পুলিশ উপপরিদর্শক (এসআই) তরিকুল ঘটনাস্থলে গিয়ে সিদ্দিককে নিজের হেফাজতে নিয়ে এলাকা থেকে সরিয়ে দেন।

ঘটনার পর সিদ্দিক সাংবাদিকদের জানান, তিনি শুধু শ্রদ্ধা জানাতেই এসেছিলেন। পরে তিনি মিরপুর সড়ক ধরে চলে যান।

উল্লেখ্য, সিদ্দিক কখনো নিজেকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, আবার কখনো বিএনপি, জামায়াত ও এনসিপিকে গালাগালি করে আলোচনায় এসেছেন/ সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে এক বক্তব্যে তিনি বিএনপি ও জামায়াতের সমালোচনা করে বলেন, ‘বিএনপি ও জামায়াতের চৌদ্দ গোষ্ঠির ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটা আসন শেখ হাসিনার কাছ থেকে নেওয়ার। এমন কেউ পৃথিবীতে জন্ম হয় নাই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট