1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

গত ১৭ বছর হাসিনা কাউকে ছাড় দেয়নি: এ্যানি

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘গত ১৭ বছর হাসিনা কাউকে ছাড় দেয়নি। মা-বোনদের পর্যন্ত নির্যাতন করেছে। কারণ দেশের প্রতি তার কোনো ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ কিছুই তার ছিল না। হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে দেশে এসেছিল।’’

শুক্রবার (১৫ আগস্ট) লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ‘‘১৫ আগস্ট শেখ মুজিবকে যারা হত্যা করেছে- সেই আলোচনার সুযোগ আজ তারা পায়নি, পাচ্ছে না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি। মানুষের হৃদয়ের আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ মুজিব পরিবার নেই। ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল স্বাধীনতার পর থেকে।’’

তিনি আরো বলেন, ‘‘ফ্যাসিবাদী শাসকের দল আওয়ামী লীগ। তাদের রাজনৈতিক দল বলা যায় না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি।’’

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট