1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

হুন্ডা-গুণ্ডা বা টাকার খেলায় সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: (সুজন)

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না জানিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোও যদি হুন্ডা-গুণ্ডা বা টাকার খেলায় মেতে ওঠে তাহলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে (বিতর্ক) বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, “ফেব্রুয়ারিতে ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়া জরুরি। এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে ভোটাররা নির্ভয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন।”

তিনি বলেন, “সংস্কার ব্যতীত নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে। ছাত্ররাজনীতিতে লেজুরভিত্তিক সংস্কৃতি গ্রহণযোগ্য নয়, কারণ ছাত্ররা কোনো দলের লাঠিয়াল হতে পারে না।” বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনাও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “প্রধান রাজনৈতিক দলগুলো এখনও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। জুলাই সনদ চূড়ান্ত না হওয়ায় এবং নির্বাচন সনাতন নাকি পিআর পদ্ধতিতে হবে তা নিয়ে বিরোধ থাকায় নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে।”

তিনি বলেন, “সব রাজনৈতিক দলকে ছাড় দিয়ে গণতন্ত্র ও জাতির স্বার্থে এগিয়ে আসতে হবে। নির্বাচনের প্রধান স্টেকহোল্ডারদের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।” একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি দোষারোপ ও বক্তব্যে অশালীনতা বন্ধ করার আহ্বান জানান।

প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল: ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান’। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) দল বিজয়ী হয় এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দল পরাজিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট