1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

আমার মরার জন্য আমার বৌ দায়ী, চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

এম এইস খাঁন বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: আমার বউ আমার মরার দাই, কারণ সে টাকা টাকা করত; আর আমার কথা শুনতো না। আমাকে মিথ্যা ভালবাসতো, আমি বুঝে গেছি, টাকা না থাকলে সে আমাকে ছেড়ে যাবে। তাই, আমি মরে গেলাম। সবাই ভালো থাকবেন’-এমন কথা লেখা একটি চিরকুট পাওয়া গেছে পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩২) নামের এক দর্জির ঝুলন্ত মরদেহের পাশে।

শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারে ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিন পাতার চিরকুট পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহর পাশে। চিরকুটে রক্ত দিয়েও লেখা ছিল।

সুইসাইড নোটে স্ত্রীকে দায়ী করে লোকমান আরও লিখেন, ‘আমি শেষ চেষ্টা করেছি, পারিনাই, আমার সব টাকা শেষ। তাই আমার বেঁচে লাভ নেই, তুমি আমায় বিশ্বাস করলা না। তাই একাজ করছি, সবাই বলে আমি খারাপ, যে বাসায় ভাড়া থাকি; তারাও বলে, আমি নাকি চোর। আমি আর নিতে পারছি না। আমি মরে গেলাম।’

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মারা যাওয়া লোকমান অত্যন্ত ভালো ছেলে। কিন্তু পারিবারিক দ্বন্ধ আর স্ত্রীর পরকীয়ার গুঞ্জন পাওয়া যায় যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট