1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

বাগেরহাট জেলার সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

লাগল খান জেলা প্রতিনিধি বাগেরহাট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া এবং খুলনা-মোংলা সড়কের কাটাখালি মোড় অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করেন। সংগঠনটির নেতারা জানান, দুপুর ১টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে নওয়াপাড়া এবং কাটাখালি মোড়ে জড়ো হতে শুরু করেন। তারা বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি সংসদীয় আসন রয়েছে। হঠাৎ করে একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেব না।”

সম্প্রতি বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী ক্ষোভে ফেটে পড়েন। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট