1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

মাইটিভি পরিববারের এবার বাবার পরে ছেলে গ্রেপ্তার

কাওসার চৌধুরী জেলা প্রতিনিধি বরিশাল
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রবিবার বিকালে মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি পুলিশি রিমাণ্ডে রয়েছেন।


জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তৌহিদ আফ্রিদি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন কনটেন্ট তৈরির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এদিকে যাত্রাবাড়ী থানায় আসাদ হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। একই মামলায় তার বাবাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।


রবিবার রাতে সিআইডির একাধিক সূত্র বাঙ্গালীর বার্তাকে জানিয়েছে, সাথী গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি আত্মগোপনে ছিল। আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রাতেই ঢাকা আনা হবে।

রাত ১১টার দিকে সিআইডি থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে।

গ্রেপ্তার করেছে সিআইডি। আজ (২৪আগস্ট) বরিশাল থেকে সিআইডির এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ডিবি গ্রেপ্তার করে। এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট