1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

নামাজ পড়তে বের হলে রাস্তায় পড়ে থাকতে দেখেন একমাত্র ছেলের রক্তাক্ত লাশ

সিদ্দিকুর রহমান সাগর জেলা প্রতিনিধি ভোলা
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ভোলা পৌর শহরে নিজ বাড়ির সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নামে এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে ভোলা পৌরসভার কালিবাড়ী রোড নববী মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আরিফ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. বশির উদ্দিনের একমাত্র ছেলে। তিনি টেক্সইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করার পর ছাত্রলীগের রাজনীনির পাশাপাশি ঠিকাারী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহত আরিফের বাবা বশির উদ্দিন জানান, শুক্রবার রাতের খাবার শেষে মাকে শেষ বারের মতো ওষুধ ও পানি খাইয়ে ১২টার দিকে নিজ রুমে ঘুমাতে যান আরিফ। শনিবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে রওনা করেন বশির উদ্দিন। বাড়ির গেট খুলে বাইরে বের হয়ে সামনের রাস্তায় ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তিনি অভিযোগ করেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে আরিফকে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। কী কারণে বা কারা আরিফকে নৃশংসভাবে হত্যা করেছে তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পরিবার। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবি করে নিহতের পরিবার।

ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন সমকালকে জানান, এ ঘটনার কারণ উদঘাটনে তারা তদন্ত করছেন। এছাড়া দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের নাম ও অন্যান্য তথ্য জানাননি।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন আরিফ। সম্প্রতি তাকে নিজ এলাকায় চলাফেরা করতে দেখা যায়। আরিফের প্রতিবেশী অন্তুসহ দুইজনকে পুলিশ জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট