বাঙ্গালীর বার্তা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে স্থানীয়দের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে কুপিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে তাদের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ছাদ থেকে ফেলে দেওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন, রাজিউর রহমান রাজু (২২-২৩ সেশন)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিরোধ মেটাতে ঘটনাস্থলে গিয়ে আলোচনা করার চেষ্টা করেন প্রো-ভিসি, রেজিস্ট্রার। তবে স্থানীয়রা আলোচনা মানতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ছাদের উপর বেশ কয়েকজন মিলে একজনকে উপর্যুপরি মারধর করে ছাদ থেকে ফেলে দিচ্ছেন।