1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

সামাজিক স্বীকৃতি পেতে সন্তানসহ সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতার স্ত্রী

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: প্রেমের সম্পর্ক করে এক যুগেরও বেশি সময় আগে রিমা নামের একজনকে বিয়ে করেন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়ক সোহেল আহমেদ সানি। তাদের আট বছর বয়সী ছেলেও আছে। তবে এতদিন পারিবারের বাইরে বিয়ে, সন্তানের বিষয়টি সেভাবে কেউ জানত না। কারণ পরিবারের বাইরে কখনো স্ত্রীকে সামনে আনতেন না এই ছাত্রদল নেতা। এবার সামাজিকভাবে স্ত্রীর স্বীকৃতি, নির্যাতনের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা সোহেলের স্ত্রী মোছা. রিমা।

ছাত্রদল নেতার স্ত্রী দাবি করা রিমা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর সোহেল আহমেদ সানিও বদলে গেছেন। ক্ষমতার অপব্যবহার, পরকীয়া ও স্ত্রী-সন্তানকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগও করেছেন তার স্ত্রী রিমা। শুধু তাই নয়, স্বামীর হাতে নির্যাতনের অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন ছাত্রদল নেতার স্ত্রী।

ভরণপোষণ না দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিয়ের পরে আমি বেসরকারি হাসপাতালে চাকরি করে সংসার চালাতাম। রাজনৈতিক বৈরী পরিবেশের কারণে আমার স্বামী তেমন কিছুই করতে পারতেন না। আমাদের ৮ বছর বয়সী একটি সন্তান রয়েছে। কিন্তু গত ৭-৮ মাস ধরে তিনি আমাদের কোনো ভরণপোষণ দেন না। যে কারণে আমি ও আমার সন্তান অভাব-অনটনে মানবেতর জীবনযাপন করছি।’

তিনি আরও বলেন, ‘বিয়ের পরে আমি শ্বশুর বাড়ি পটুয়াখালীর বাউফলে যাওয়া আসা করতাম। আমার পরিবারও সব জানে। কিন্তু পরিবারের বাইরে কাউকে সে আমি যে স্ত্রী তা জানতে দিত না। বলত বিয়ের কথা জানাজানি হলে পদ থাকবে না। আমিও স্বামীর দিকে তাকিয়ে এতদিন এ বিষয়ে কোনো আপত্তি করিনি। এখন আমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় প্রকাশ্যে এসে অভিযোগ করতে বাধ্য হয়েছি। আমি জানি না এরপর আমার নিরাপত্তার কী হবে? কারণ ও আমাকে এবং ছোট বাচ্চাকেও মারধর করে সবসময়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার কথা আমি প্রতিনিয়ত টেলিভিশনে শুনি। মানুষের অধিকার, নিরাপত্তার কথা বলেন। তাই আপনার কাছে আমার প্রত্যাশা আমার স্বামী ছাত্রদল নেতা সোহেল আহমেদ সানী নির্যাতনের হাত থেকে আমিও সন্তানের নিরাপত্তা চাই। আমাদের নিয়মিত ভরণপোষণ, স্বামীর অনৈতিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। তার অনেক শক্তি। সংবাদ সম্মেলন করার পর আমার ভাগ্যে কী আছে আমি জানি না। দেয়ালে পিঠ ঢেকে যাওয়ায় প্রকাশ্যে আসতে বাধ্য হয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট