বাঙ্গালীর বার্তা: আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, আসন্ন নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবে।”
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরা জেলার মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এ নির্বাচন ঠেকানোর। সব রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে, সবার ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জানান, জেলার অংশে রেল প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ ৫ আগস্ট পরবর্তী সময়ে তার যোগদানের পর সম্পন্ন হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে অধিগ্রহণকৃত বসতবাড়ির মামলাগুলো নিষ্পত্তির পর পতিত জমির অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে, যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
পরিদর্শনকালে রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ মাঝাইল ও রাজধরপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস